Search
Close this search box.

প্রয়োজন না হলে জোট নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন না জোট হবে না।

শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেন, দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারেন পুরনো অনেক মুখ। তবে, নতুন কিংবা পুরনো নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেওয়া হবে, প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা।

তিনি বলেন, জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জোটবদ্ধ ভোট না করার কথাও আমরা বলছি না। প্রয়োজন না হলে জোট হবে না। জোট হয় একটি জোটের বিপরীতে আরেকটি। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাবো?মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ