Search
Close this search box.

তথ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়বেন ৫ দলের প্রার্থী

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালীর একাংশ) আসনে আওয়ামী লীগ থেকে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার বিরুদ্ধে এ আসন থেকে লড়বেন আরও জাতীয় পার্টিসহ আরও পাঁচ দলের প্রার্থী।

তারা হলেন- জাতীয় পার্টি থেকে মুছা আহমেদ রানা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আহমদ রেজা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মুহাম্মদ ইকবাল হাছান, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মো. মোরশেদ আলম ও তৃণমূল বিএনপি থেকে খোরশেদ আলম।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামে ১৬টি আসন থেকে এবার মোট ১৫১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-৭ আসনে টানা দ্বিতীয়বারের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। নবম সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ