Search
Close this search box.

সাড়ে ৩ বছর পর সর্বোচ্চ রেমিট্যান্স আসতে পারে এই মাসে

দীর্ঘ সাড়ে তিন বছর পর সর্বোচ্চ রেমিট্যান্স আসতে পারে চলতি ডিসেম্বর মাসে। এমনই ইঙ্গিত দিয়েছে প্রবাসী আয়ের প্রবাহ।

চলতি ডিসেম্বরের প্রথম ২২ দিনে এসেছে ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে এর পরিমাণ দাঁড়াবে ২২১ কোটি ১৫ লাখ ডলারে। যা হবে ২০২০ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। সূত্র: বাংলাদেশ ব্যাংক।

রাষ্ট্রায়ত্ত ব্যংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৮৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে ৫ কোটি ৪৭ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি, ১৩৭ কোটি ১৯ লাখ, আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৩ লাখ ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা দেওয়া হলে নিজের ঘাম ঝরানো অর্থ দেশে পাঠাতে আরও উৎসাহী হবেন তারা।

প্রসঙ্গত, ২০২০ সালের জুলাইয়ে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ