এবি পার্টির আহ্বায়ক সোলায়মানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার: আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজের ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। ফেসবুকে তিনি লেখেন, ‘আমি এবি পার্টির আহ্বায়কের পদ ত্যাগ করেছি।’ তবে তিনি কি কারণে পদত্যাগ করেছেন তার কোনো ব্যাখ্যা দেননি।

তবে এবি পার্টির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অবসরপ্রাপ্ত সাবেক এই সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীকে সরকারের কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তারই অংশ হিসেবে দলীয় পদ ছেড়েছেন তিনি।

কিছুদিন আগে দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম পদত্যাগ করেছিলেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ