বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক

স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য সমালোচক আবুল কাসেম ফজলুল হক। তাঁকে আগামী তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার (২৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলা একাডেমি আইন অনুযায়ী প্রথিতযশা গবেষক আবুল কাসেম ফজলুল হক কার্যভার গ্রহণের তারিখ থেকে এই দায়িত্ব পালন করবেন। তিনি সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। যিনি গত ১৭ অক্টোবর পদত্যাগ করেন।

৮৪ বছর বয়সী আবুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রায় চার দশক ধরে অধ্যাপনা করেছেন এবং রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবুল কাসেম ফজলুল হক বলেন, আমি এখনো চিঠি হাতে পাইনি। হয়তো আমার দপ্তরে পাঠিয়ে থাকতে পারে। তবে যারা আমাকে এই পদে মনোনীত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই।

আবুল কাসেম ফজলুল হক এর জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে শিক্ষকতা শুরু করেন এবং বাংলা বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেন। তার লেখা ২১টির বেশি বই প্রকাশিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ