আনিসুল হক ৫ ও জ্যাকব ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচদিন এবং ভোলার সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে আদালতে কঠোর নিরাপত্তায় তাদের আনা হয়। এই রিমান্ডের আবেদন ছিল উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের বিরুদ্ধে এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের বিরুদ্ধে।


আরও দেখুন:-আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি মামুনসহ ৮ জন


পুলিশ উভয় আসামির জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তারা ওই অঞ্চলে বাস করেন না। এসব হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের মতে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আনিসুল হকের জন্য ৫ দিনের এবং আবদুল্লাহ আল জ্যাকবের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়, একাধিক মামলা এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব ও পশ্চিম থানায়। এ মামলাগুলির মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগের বেশ কিছু উচ্চপদস্থ নেতা। যার মধ্যে রয়েছেন, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান এবং দীপু মনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ