পল্লীমা সংসদের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী / শহীদ বাকী স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘গল্প সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’

স্টাফ রিপোর্টার: এক অনিন্দ্য সুন্দর পরিবেশে এবারের পল্লীমা সংসদের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ইদযাপন হচ্ছে।  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শহীদ বাকী স্মৃতি পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘গল্প সন্ধ্যা ও সাংস্কৃতিক’ অনুষ্ঠান ‘ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও পল্লীমা সংসদের আজীবন সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লীমা সংসদের সভাপতি আনিসুর রহমান লিটন, প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ সালেহ আহমেদ খসরু, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান মু. লুতফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বাকী স্মৃতি পাঠাগারের চেয়ারম্যান ম. সফিকুর রহমান খোকন ।

উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) পল্লিমা মহিলা পরিষদ এবং পল্লিমা সংসদ সদস্যদের পরিবার ও সন্তানদের নিয়ে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ক্রিড়া প্রতিযোগিতা । আগামীকাল বৃহস্পপতিবার হবে পল্লীমা বিদ্যাপিঠের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন ও ক্রিকেট ফাইনাল খেলা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ