স্টাফ রিপোর্টার: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্যেষ্ঠ সচিব বলেন, ‘আজ নয়, কাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো। আগামীকাল প্রাথমিক প্রতিবেদন দিতে পারবো বলে আশা করছি। কাল বিকাল ৫টা পর্যন্ত সময় নিয়েছি। এর আগে দিতে পারি কিনা দেখি।’
গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়।
গত রোববার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে জানান, অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক প্রতিবেদন সোমবার জমা দেওয়া হবে।
অগ্নিকাণ্ডের ঘটনার কিছু নমুনা বিদেশেও পাঠানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, ‘অনেকগুলো সংস্থা কাজ করেছে, তথ্যগুলো সমন্বয় করতে সময় নেওয়া হয়েছে। কেবিনেট ডিভিশন থেকে সময় বৃদ্ধি অনুমোদন করে এনেছি। কাল রিপোর্ট দেবো। ৫ টা পর্যন্ত সময়। কি আছে রিপোর্টে এগুলো এখন বলবো না।’