Search
Close this search box.

সেনাবাহিনী প্রধানের ৯, ১৭ ও ৩৩ পদাতিক ডিভিশনে বিদায়ী দরবার

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বুধবার (১৯ জুন) সাভার ও কুমিল্লা অঞ্চল পরিদর্শন করেছেন। সেনাবাহিনী প্রধান সেখানে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং মতবিনিময় করেন। একই সময়ে সিলেট সেনানিবাসে কর্মরত সেনাসদস্যরা ভিডিও টেলি কনফারেন্সিংয়ের (ভিটিসি) মাধ্যমে সাভার সেনানিবাসের সঙ্গে যুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করে।

সেনাবাহিনী প্রধান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকশ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

আইএসপিআর থেকে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সেনাপ্রধান পরিদর্শনের সময় সাভার ডিওএইচএস এলাকায় একটি মসজিদের উদ্বোধন করেন এবং কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ