স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে তিনি নিজেই জানিয়েছেন। বলেছেন, ‘গত বৃহস্পতিবার করোনা পরীক্ষায় আমার পজিটিভ ফল এসেছে। তবে এখন আমি ভালো আছি। বাসায় চিকিৎসা নিচ্ছি।’ এ সময় তিনি তার সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন।
বাংলাদেশে হঠাৎ করেই আবারো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। বাংলাদেশে আরও ৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে, করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনে পৌঁছেছে। তবে, এই সময়ে, করোনায় কেউ মারা যায়নি। ফলে, মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ৩৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৪৫ জন। এ নিয়ে, বাংলাদেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ পাঁচ হাজার ৬৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।