Search
Close this search box.

পাগলা কুকুরের কামড়ে একই সাথে ৩২ জন আহত

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের ও নান্নু মোল্লা সড়কে হঠাৎ করে একটি কালো রঙের ‘পাগলা’ কুকুর চলে আসে। এ সময় ওই এলাকার এন এস এস অফিসের সাপোর্ট স্টাফ মাসুদ রানাকে (৪৫) প্রথমে কুকুরটি আক্রমণ করে কামড় দিয়ে চলে যায়। পরে একই ওয়ার্ডের বিভিন্ন এলাকার শিশুসহ আরও ৩১ জনকে ওই কুকুরটি কামড় দিয়ে আহত করে। পরে বিভিন্ন সময়ে কামড়ানো আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে বেলা ১২টার মধ্যে আমতলী পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ওই ‘পাগলা’ কুকুরটিকে ধরতে লাঠিসোঠা নিয়ে পাহারাও বসিয়েছেন স্থানীয়রা। এদিকে কুকুরের কামড়ে ৩২ জন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন আমতলী পৌরশহরের বাসিন্দারা। এছাড়া কুকুরটিকে ধরতে না পারায় নতুন করে আবারও আক্রমণের শঙ্কায় আছেন তারা।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘কুকুরের কামড়ে ৩২ জন আহত হওয়ার ঘটনা শুনেছি। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ১০ থেকে ১২ জন আহত রোগী বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া পৌরসভার সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ