Search
Close this search box.

পদ্মা সেতুর উদ্বোধনের জন্য একদিন এগিয়ে গেল ২৫ জুনের এসএসসি পরীক্ষা

পদ্মা সেতুর উদ্বোধনের জন্য একদিন এগিয়ে গেল ২৫ জুনের এসএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥  পদ্মা সেতু উদ্বোধন হবে ২৫ জুন। সেদিন সারা দেশব্যাপী হবে উৎসব। বিশেষ আয়োজন থাকছে। আর তাই ২৫ জুনের পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। আজ রোববার সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা–সম্পর্কিত এক সভা শেষে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১৯ জুন থেকে শুরু হয়ে ৬ জুলাই চলবে পরীক্ষা।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠিত হবে। পদ্মা সেতুর উদ্বোধনী দিন সারা দেশে উদ্‌যাপন করা হবে। এ জন্য ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। ওই দিনের পরীক্ষাটি ২৪ জুন অনুষ্ঠিত হবে।’

পরীক্ষা ছিল ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র। এই পরীক্ষাটি এখন ২৪ জুন হবে। শুধু তাই নয়, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ১৫ জুন থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী এমন ঘোষনাও দেন।

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে আগামী বুধবার থেকে তিন সপ্তাহ দেশের সবধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং সেন্টারগুলোকে নজরদারির আওতায় আনা হবে। এমনিতে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকে। তবে যারা গোপনে খোলা রাখেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কোচিং শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর তা আমরা বলছি না। সব শিক্ষার্থীর মেধা এক থাকে না। অনেক শিক্ষার্থীর ক্লাসের বাইরে সহযোগিতা প্রয়োজন। শ্রেণিকক্ষে যাদের সব চাহিদা মেটানো সম্ভব হয় না তাদের জন্য কোচিং প্রয়োজন রয়েছে। কোনো কোনো শিক্ষক শ্রেণিকক্ষে মনোযোগ না দিয়ে কোচিং নিয়ে ব্যস্ত থাকেন। কোচিং না করলে নম্বর কমিয়ে দেন তাও অনৈতিক। তবে কোচিংয়ের ধরন পাল্টানো হবে। কোনো শিক্ষক যদি শ্রেণিকক্ষের বাইরে ভালো শেখান তা কি বন্ধ করা সম্ভব? তবে কোনো শিক্ষক যাতে শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য না করেন সেই পদক্ষেপ নেয়া হবে।’

আরও পড়ুন : এসএসসি পরীক্ষা : রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড

এসএসসি পরীক্ষা : রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড
রুটিন-২৫ জুনের পরীক্ষাটি ২৪ জুন হবে

শিক্ষামন্ত্রী আরও জানান, ‘নতুন শিক্ষাক্রম অ্যাপভিত্তিক। শিক্ষার্থীদের প্রতিদিন মূল্যায়ন নম্বর দিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের প্ল্যান রয়েছে তা বাস্তবায়ন হলে তারা এতে অভ্যস্ত হয়ে যাবেন।’

এ বছর পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে। শিক্ষামন্ত্রী জানান, ‘এ বছর সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডের আওতায় মোট পরীক্ষার্থী ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ জন।’

এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন, কুমিল্লায় ১ লাখ ৮৮ হাজার ৭১৪ জন, যশোরে ১ লাখ ৭০ হাজর ৩৭৭ জন, চট্টগ্রামে ১ লাখ ৪৯ ৭১০ জন, বরিশালে ৯৫ হাজার ৯৭৬ জন, সিলেটে ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, দিনাজপুরে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ১২ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী রয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ৯ হাজার ৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। মোট ৭১৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। আর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২ হাজার ৮১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী দেশের ৮২৮ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

দিপু মনি জানান, ‘২০২১ সালের তুলনায় চলতি বছর মোট পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। তবে গত বছরের চেয়ে এবার মোট ৫৫৬টি প্রতিষ্ঠান বেড়েছে। এছাড়া মোট পরীক্ষা কেন্দ্র বেড়েছে ১১১টি।’

দেশের বাইরের ৮টি স্থানে ৩৬৭ জন পরীক্ষার্থীর জন্য পরীক্ষার আয়োজন করা হবে। এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় ৭০ ও রিয়াদে ৪৮ জন, কাতারের রাজধানী দোহায় ৬৮ জন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে ৫৯ ও দুবাইতে ৩১ জন, বাহরাইনে ৫৩ জন, ওমানে ৩৪ এবং লিবিয়ার রাজধানী ত্রিপলীতে ৪ জন পরীক্ষার্থী রয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানান, ‘কেন্দ্রে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে ঢুকতে হবে। যদি কেউ এরপর ঢুকতে চায়, তবে গেটে রেজিস্ট্রার খাতায় দেরির কারণ উল্লেখ করে ভেতরে যেতে হবে।’

২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় ৩ ঘন্টার বদলে ২ ঘন্টা (বহুনির্বাচনী ২০ মিনিট ও সৃজনশীল বা রচনামূলক অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট) করা হয়েছে। তবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত মোট ২০ মিনিট বাড়তি সময় দেওয়া হবে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ