Search
Close this search box.

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘কে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী শেখ মোঃ এনামুল হক কে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, এ বিষয়ে আগমীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গোপালগঞ্জে ৭৬ কেজি ওজনের বোমা পেতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলো হাইকোর্ট। ঘটনার ২০ বছরের বেশি সময় পর নিম্ন আদালতের রায় অনুমোদন এবং আসামীদের আপিল নিস্পত্তি করে রায় দেয় হাইকোর্ট।

হাইকোর্ট যাদের মৃত্যুদণ্ড এবং সাজা বহাল রেখেছিল, তাদের প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গী সংগঠন হরকাতুল জেহাদের সাথে সম্পৃক্ত ছিল। হরকাতুল জেহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মামলাটিতে মূল আসামী ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতায় এসেছিল ১৯৯৬ সালে। সেই সরকারের মেয়াদের শেষ দিকে ২০০০সালের ২০শে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে বোমা পেতে রাখা হয়েছিল।

কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানের পেছনে সেই বোমা পুতে রাখা হয়েছিল। বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে শেখা হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। হত্যার চেষ্টার অভিযোগে মামলাটি করেছিল কোটালীপাড়া থানা পুলিশ। পুলিশ তদন্তের পর ১৬জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল ২০০১ সালে।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ