Search
Close this search box.

আমি কোনো সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী হইনি : শেখ হাসিনা

আমরা বিজয়ী জাতি, বিশ্বের মধ্যে মাথা উঁচু করে চলবো : প্রধানমন্ত্রী

এ বছরই মেট্রোরেল ও কর্ণফুলী টানেল উদ্বোধন

বিশ্বব্যাংককে ধন্যবাদ

 

স্টাফ রিপোর্টার : ‘অনেক ধরনের সুযোগ নিয়েই ক্ষমতায় আসা যায়। কিন্তু আমি কোনো সুযোগ নেইনি। সুযোগ নিয়ে আমি প্রধানমন্ত্রী হইনি।’-কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এমন কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যেনতেন ভাবে প্রধানমন্ত্রী হওয়া আমার লক্ষ্য ছিল না কখনও। আমি নির্বাচন করে ক্ষমতায় এসেছি। এসে মানুষের জন্য উন্নয়ন করেছি।’

পদ্মা সেতুর উদ্বোধনসহ সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

প্রধানমন্ত্রী বলেন, এ বছরই মেট্রোরেল ও কর্ণফুলী টানেল উদ্বোধন হবে। তিনি বলেন, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এগিয়ে যাচ্ছে। আমাদের গৃহীত মেগাপ্রকল্পসহ অন্যান্য প্রকল্পের কাজও যথারীতি এগিয়ে যাচ্ছে।

বিশ্বব্যাংককে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেন? প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক থেকে আমরা ভিক্ষা নেই না, ঋণ নেই এবং সুদসহ তা শোধও করি। বিশ্বব্যাংকের কাছে আমরা ভিখারি নই। আমরা কিন্তু বিশ্বব্যাংকের অংশীদার। তারা আমাদের উন্নয়ন সহযোগী।

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক ও জাইকার প্রতিক্রিয়া কী? তাদের দুঃখ প্রকাশ করা উচিত কিনা-এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটা কথা আছে, নিজের ভার ভালো না, গোয়ালার ঘির দোষ দিয়ে লাভ কী? পদ্মা সেতুর ঋণটা আসলে কেন বন্ধ হয়েছিল? আমাদের ঘরের (দেশের) কিছু লোকের জন্যই কিন্তু।

তিনি বলেন, আমি বরং বিশ্বব্যাংককে ধন্যবাদ জানাই। কারণ, এটা (ঋণ বন্ধ) ঘটেছিল বলেই আমরা এটা (পদ্মা সেতু) করতে পেরেছি। আমাদের একটা ধারণা ছিল, আমরা নিজেদের টাকায়, নিজেরা কিছু করতে পারি না। একটা পরমুখাপেক্ষিতা, দৈন্যতা ছিল। (বিশ্বব্যাংক ফিরিয়ে দেওয়ার কারণে) আমাদের সেই ধারণা বদলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ