Search
Close this search box.

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক দুই ঘন্টা করে লোডশেডিং

এলাকাভিত্তিক লোডশেডিং শুরু আগামীকাল

সপ্তাহে ১ দিন পেট্রোল পাম্প বন্ধ

 

স্টাফ রিপোর্টার : আগামীকাল মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। একই সঙ্গে সাময়িক লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলেও জানান তিনি।

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা চলছে, তার আঁচ পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যা থেকে বাদ যায়নি বাংলাদেশও। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই লোডশেডিংয়ের সূচী করার কথা বলেছিলেন। তাই হতে চলেছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে। সভা থেকে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি উপদেষ্টা আরও বলেন, সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনো চূড়ান্ত হয়নি।

এ সময় সভায় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ