Search
Close this search box.

শেখ হাসিনা সরকার নিরূপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : ওবায়দুল কাদের

সাধারণ মানুষের মতো মন্ত্রী-এমপিদের বাড়িতেও লোডশেডিং হোক

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনা সরকার নিরূপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে শেখ হাসিনা সরকার নিরূপায় হয়ে দর বৃদ্ধি করেছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পেলে সরকার আবারও জ্বালানি তেলের দাম সমন্বয় করবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অস্থিতিশীল হয়ে ওঠে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ফলে ডলারের সঙ্গে টাকার বিনিময় হারেও প্রভাব পড়ে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) লোকসান গুণতে হচ্ছে। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা ছিল। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির ফলে গত ২২ ফেব্রুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত বিপিসির লোকসান ছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। এ প্রেক্ষাপটেই সরকারকে বাধ্য হয়ে মূল্য সমন্বয় করতে হয়েছে।

এরআগে জ্বালানি নিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, জ্বালানি সংকটে পরিস্থিতি সামাল দিতে ইউরোপ-আমেরিকার দেশগুলোও বিদ্যুতের ব্যবহার কমিয়ে দিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকার সংবাদ শিরোনাম ছিল, ‘বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় গত সপ্তাহে লন্ডন কোনোমতে লোডশেডিং এড়িয়েছে’। প্রতিবেদনে বলা হয়েছে, ‘দক্ষিণ-পূর্ব লন্ডনে লোডশেডিং ঠেকাতে যুক্তরাজ্যকে বিদ্যুতের স্বাভাবিক দামের ৫০ গুণ বেশি দিতে হচ্ছে’।

পরাশক্তি যুক্তরাষ্ট্রও সংকটে রয়েছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেছিলেন, নিউইয়র্কের মেয়র এরিক এডামস বলেছেন, ‘আমরা এমন অর্থনৈতিক সংকটে, যা কেউ কল্পনা করেনি। ওয়াল স্ট্রিটে ধস নেমেছে। আমরা একটি অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছি’।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছিলেন, করোনাভাইরাসের পর ইউক্রেন যুদ্ধে বিশ্ব জ্বালানি বাজারের চাহিদা-জোগান অস্থিতিশীল হয়ে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আমদানিকারক দেশ হিসেবে নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশে বিদ্যুৎ সংকট চলছে বলে একটি চিহ্নিত মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার বিভ্রান্তি ছড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ