Search
Close this search box.

ভোটে বিশ্বাস না করে সরকারকে উৎখাত করতে চায় বিএনপি – রেলমন্ত্রী

ভোটে বিশ্বাস না করে সরকারকে উৎখাত করতে চায় বিএনপি - রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার – জনগণের অধিকার হলো ভোটের মাধ্যমে সরকার গঠন করা। কিন্তু বিএনপি জনগণের ভোটে বিশ্বাস না করে সরকারকে উৎখাত করে ক্ষমতায় যেতে চায়। তাদের এই অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। এমনটিই বলেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শুক্রবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীতে রুরাল ওয়াটার সাপ্লাই স্কিমের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, গ্রামের মানুষের কাছে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে নানামুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে সরকার। বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা, স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জনগণ কীভাবে স্বাবলম্বী হয় ও গরীব-দুঃখী মানুষ কীভাবে সুখে থাকতে পারে সেই পরিকল্পনা নিয়ে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে বর্তমান সরকার।

জেলা পরিষদ নির্বাচনের ব্যাপারে নুরুল ইসলাম সুজন বলেন, যে কোনো নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে গোপনে বা প্রকাশ্যে বিরোধীতা করলে দলের যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে যেন কালো টাকার ব্যবহার না হয় সে জন্য মন্ত্রী দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশর বিভাগের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, প্রকৗশলী ননি গোপাল সিংহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ