স্টাফ রিপোর্টার – পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৫ জনের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। রবিবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় জেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উদ্ধার হওয়া লাশের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাত জনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ নারী রয়েছেন।
জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে একটি অনুষ্ঠান শেষে নৌকায় করে মাড়েয়ার আউলিয়া ঘাট এলাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। স্থানীয়রা জানান, বেলা আড়াইটার দিকে নৌকাটি ওভারলোড হওয়ার কারণে সেটি ডুবে যায়। নিহতদের বেশিরভাগই শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১৫০ জন যাত্রী উপজেলার বড়শশী ইউনিয়নের বজ্রেশ্বরী মন্দির পরিদর্শনে যাচ্ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে করতোয়া নদীর ওই স্থানে এলে নৌকাটি ডুবে যায়।
উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানান, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।
ঘটনাস্থল থাকা জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজ চলছে। এখন পরর্যন্ত ২৪ জনের প্রাণহানি হয়েছে। এদিকে নৌকাডুবির ঘটনায় করতোয়া পাড়ে ভিড় করেছেন হাজারো মানুষ। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে এসেছে এলাকার পরিবেশ। নৌকায় ছিলেন এমন স্বজন-পরিজনদের খোঁজে তারা হন্যে হয়ে ছুটছেন। দুর্ঘটনাস্থল আউলিয়া ঘাট এলাকায় নদীর পাড়ে হাজার হাজার মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এছাড়া শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও ছিল বেশি।’