Search
Close this search box.

রাজশাহীতে আ.লীগের জনসভা ইতিহাস হয়ে থাকবে – মেয়র লিটন

রাজশাহীতে আ.লীগের জনসভা ইতিহাস হয়ে থাকবে - মেয়র লিটন

স্টাফ রিপোর্টার – প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে অন্য যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই জনসভা সফল করার মধ্য দিয়ে রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগ আরও বেশি সুদৃঢ় হবে। আমরা আশা করছি, জনসভা রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে শহরের মূল সড়ক ও মহাসড়কে জনগণ বিস্তৃত হবে। কথা দিচ্ছি, রাজশাহীতে শেখ হাসিনার আসন্ন জনসভা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কথাগুলো বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে নগরীর কুমারপাড়ার দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র লিটন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। সেই লক্ষ্যে রাজশাহীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

সভায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এগুলো হলো আগামীকাল ২৭ জানুয়ারি বিকেল ৪টায় নগরীর প্রতিটি ওয়ার্ডে একযোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে নগর আওয়ামী লীগের প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ