স্টাফ রিপোর্টার: জননিরাপত্তার জন্য সেনা মোতায়েন ও কারফিউ দেয়া হয়েছে, গণভবন রক্ষার জন্য নয়। এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১ আগস্ট) ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন ।
এসময় ওবায়দুল কাদের বলেন, দেখা মাত্র গুলি করার বিষয় ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এভাবে কোন নির্দেশনা দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইন-শৃংখলা বাহিনী গুলি ছুড়েছে, এমন তথ্য নেই। প্রতিটি হত্যাকান্ডের ব্যাপারেই তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করা হবে।
ওবায়দুল কাদের বলেন, আইন-শৃংখলা বাহিনীর কাছে অনুরোধ, নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়। তিনি বলেন, সাম্প্রতিক ধংসজজ্ঞ সুপরিকল্পিতভাবে করা হয়েছে। যাদেরকে চিন্হিত করা হয়েছে, তাদের স্বীকারোক্তিতে তা প্রমানিত বলে দাবি করেন ওবায়দুল কাদের। লন্ডন থেকে তারেক রহমান উস্কানি দিচ্ছে আর দেশে বিএনপি-জামাত হত্যাযজ্ঞ চালিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাদে বা জানালায় দাড়িয়ে থেকে যারা মাথায় গুলিবিদ্ধ হয়েছে, এগুলো তদন্ত করতে হবে। আন্দোলনকারিদের মিছিলে জঙ্গিগোষ্ঠী অনুপ্রবেশ করে, খুব কাছে থেকে গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের সাধারণ