Search
Close this search box.

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৬

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৩

স্টাফ রিপোর্টার – সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টেবিস্ফোরণে নিহত হয়েছেন ৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণে আহতদের অনেককে শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ শনিবার বিকেলে জানান, অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। বিস্ফোরণে আরও অনেকে আহত হয়েছেন। প্ল্যান্টের ভেতরে তল্লাশি অভিযান চলছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। তাদের মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। ক্রমে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ।

এদিকে সীতাকুণ্ডে ওই বিস্ফোরণে আহতদের মধ্যে অন্তত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিকেল সাড়ে ৫টার দিকে এই তথ্য জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ