Search
Close this search box.

প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ- ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার- ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগামীতে কঠিন চ্যালেঞ্জ আসবে। প্রতিটি চ্যালেঞ্জকে আমরা জীবন দিয়ে হলেও সাহসের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি সময় আমরা এর প্রমাণ দিয়েছি।

মঙ্গলবার (২ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিউমার্কেট অগ্নি দুর্ঘটনার সময় পুলিশ সদস্যদের ভালো ও মানবিককাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৯৭১ সাল থেকে পুলিশ দেশের জনগণের পাশে ছিল, থাকবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার সময় সিদ্দিকুর রহমান পালিয়ে না গিয়ে আত্মাহুতি দিয়েছেন। ২০১৩ সালে আগুনসন্ত্রাস, করোনা মহামারিসহ নানা ঘটনায় বাংলাদেশ পুলিশ দেশমাতৃকার টানে পালিয়ে যায়নি, পালিয়ে যায় না।

খন্দকার গোলাম ফারুক বলেন, ১৯৭১ সাল থেকে পুলিশ দেশের জনগণের পাশে ছিল, থাকবে। স্বাধীনতা ও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অকাতরে জীবন দিয়েছে পুলিশ। দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবসময় প্রস্তুত পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ