Search
Close this search box.

অশান্তি, সংঘাত চাই না, সবার উন্নতি চাই – প্রধানমন্ত্রী

আর অশান্তি, সংঘাত চাই না, সবার উন্নতি চাই - প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার – আমরা আর অশান্তি, সংঘাত চাই না। আমরা সবার উন্নতি চাই। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০০৮ সালের পর থেকে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে বলেই উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নতি নিশ্চিত হয়েছে। পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চাই। যেখানে দারিদ্র্যের হার ৪১ শতাংশ ছিলো; সেটা আমরা ১৮.৭ ভাগে আনতে সক্ষম হয়েছি। হতদরিদ্র ছিলো ২৫.৯ শতাংশ, এটা আমরা ৫.৬ ভাগে আনতে পেরেছি। এ দেশের কোনো মানুষ হতদরিদ্র থাকবে না, ভূমিহীন ও গৃহহীন থাকবে না; প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার পাবে।

তিনি বলেন, মানুষ এখন আর ভিক্ষা করে চলবে না। নিজের মর্যাদা নিয়ে চলবে, এটাই আমাদের লক্ষ্য। ২০০৮-এর পর থেকে বর্তমান পর্যন্ত আজকে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে, দীর্ঘসময় শান্তিপূর্ণ পরিবেশ ছিলো বলেই তা সম্ভব হয়েছে। এটা মনে রাখতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, আমরা আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে নিয়ে যাবো, সেই পরকিল্পনাও আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক পেয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের; যিনি শান্তির কথা বলে গেছেন, তাকেই জীবনটা দিতে হলো। যে দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছিলেন, সেই দেশের কিছু অমানুষের হাতেই তাকে জীবন দিতে হয়েছে। আমরা চাই তার এ দেশটি গড়ে উঠুক উন্নত-সমৃদ্ধ হয়ে।

শান্তির মধ্য দিয়েই সব সমস্যার সমাধান হবে, এটাই প্রত্যাশা বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে শান্তি ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা। তিনি বলেন, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, দেশ এখনও জাতির পিতার এ নীতিতে চলে। সারাবিশ্বে শান্তি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আলোচনা করে ছিটমহল বিনিময় করেছি। তাহলে কেন এই অস্ত্র ব্যবসা। সেটা কেন শিশুদের খাবারের জন্য ব্যয় করা হয় না। আমরা রোহিঙ্গাদের জায়গা দিয়েছি। কারণ আমাদের মনে ছিল ৭১ এর শরণার্থী শিবিরের কথা।

প্রধানমন্ত্রী আরো বলেন, তৎকালীন শান্তি পরিষদের মহাসচিব বলেছিলেন, শেখ মুজিব কেবল বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু। মাত্র ৯ মাসে তিনি সংবিধান উপহার দেন। যাতে শান্তির কথা ও দেশের মানুষের মৌলিক অধিকারের কথা ছিল। তিনি পরমাণু নিরস্ত্রীকরণের ওপর গুরুত্বারোপ করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ছাত্রজীবন থেকে তিনি নির্যাতিত মানুষের পাশে ছিলেন, সেই ১৯৪৩ সালে দুর্ভিক্ষে ছাত্র শেখ মুজিব মানুষের পাশে ছিলেন। ৪৫ সালে ডাঙ্গার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে শেখ মুজিব ডাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। সব সময় তিনি শান্তির পথে ছিলেন। শান্তির কথায় তিনি বলে গেছেন।

জাতির পিতা পররাষ্ট্রনীতিরকথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা পররাষ্ট্রনীতি আমরা আজও মেনে চলি। মেনে চলতে চাই। জাতির পিতা সব সময় মানুষের কল্যাণের নিজের জীবনকে উৎস কর্ম করছেন। বঙ্গবন্ধু শান্তিতে বিশ্বাস করতেন। জাতিসংঘে বাংলায় ভাষণ দেওয়ার সময়ও তিনি শান্তির কথা বলেছিলেন। যিনি সর্বদা শান্তির কথা বলে গেছেন, তাকেই জীবন দিতে হলো। প্রতিনিয়ত স্বাধীনতা বিরোধীদের প্রতিকূলতা অতিক্রম করতে হচ্ছে।

তিনি বলেন, আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি। এ দেশে কেউ দরিদ্র, ভূমিহীন থাকবে না। সবার মৌলিক অধিকার নিশ্চিত হবে। যা জাতির পিতার স্বপ্ন ছিল। জাতির পিতাকে হত্যার পর একের পর এক ক্যু হয়। অনেককে হত্যা করা হয়। এমন একটা অশান্ত পরিবেশে দেশের মানুষকে ২১ বছর কাটাতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশের আর্থ-সামাজিক এই উন্নয়নের পেছনের রয়েছে অব্যাহত শান্তিপূর্ণ পরিবেশ। এ কথা সকলকেই স্মরণ করিয়ে দিতে চাই, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর একের পর এক এ দেশে ক্যু হয়, সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়। সামরিক অফিসার, মুক্তিযোদ্ধ—কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের হত্যা করে গুম করা হয়। একটা অশান্ত পরিবেশ। প্রতি রাতে কারফিউ। এই ধরনের একটা পরিবেশের মধ্য দিয়ে ২১টা বছর এ দেশের মানুষকে কাটাতে হয়েছিল।

শেখ হাসিনা বলেন, আমরা ৯৬ সালে এসেছিলাম সরকারে, তখন কিছু উন্নতি করতে সক্ষম হয়েছিলাম। অন্তত আমরা এটুকু বলতে পারি, ভিত্তিটা তৈরি করে দিয়েছিলাম। এরপর মাঝখানে আবার একটা অশান্ত পরিবেশ। হাজার হাজার আমাদের নেতাকর্মী চোখ-হাত, তাদের জীবন, সম্পদ হারিয়েছে। কত অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছিল। এরপর আবার ২০০৮ সালের নির্বাচন, ২০০৮ সালের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান বলেই আজকে বাংলাদেশ আর্থ-সমাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ২০০৮-এর নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে পরিকল্পিতভাবে দেশের মানুষের উন্নয়ন করেছে বলেই আজকে আমরা এই দারিদ্র্যের হার কমাতে পেরেছি। স্বাক্ষরতার হার বাড়াতে পেরেছি। মানুষের আয়ুষ্কাল বাড়াতে পেরেছি। মাতৃ-মৃত্যুহার কমাতে পেরেছি। মানুষ এখন আর ভিক্ষা করে চলবে না। নিজের মর্যাদা নিয়ে চলবে। সেটাই হলো আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে কাজ করে যে অর্জনগুলো আমরা এনেছি, আজকে যে বাংলাদেশে পরিবর্তনটা হয়েছে আর্থ-সামাজিক ক্ষেত্রে সেটা একমাত্র যেহেতু ২০০৮-এ নির্বাচনে জয়ী হয়ে, ২০০৯-এ সরকার গঠন করে এই দীর্ঘ সময় একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল বলেই এই অর্জন করা সম্ভব হয়েছে। এটা সবাইকে মনে রাখতে হবে। একটা স্থিতিশীল পরিবেশ আছে বলেই এটা সম্ভব হয়েছে। কাজেই একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল পরিবেশ মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহায়ক, সেই কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ