বিভিন্ন দেশের কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘আমাদের দেশে কূটনীতিকদের শুধু কালচারাল স্পেস দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি।’
আজ বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশই নেবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে বাংলাদেশ অধিকার-এর কোনো তথ্য-উপাত্ত গ্রহণ করবে না। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘ম্যাগাজিনের প্রতিবেদনের ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা। তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।’