শুরু হলো বিটিসিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ । বিটিসিএল প্রকৌশলী পরিষদ কর্তৃক “মহান বিজয় দিবস ২০২৩” উদযাপনের অংশ হিসেবে আয়োজিত বিটিসিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ বিটিসিএল খেলার মাঠ, কড়াইল, বনানীতে আজ ২৫ নভেম্বর ২০২৩ শুরু হয়েছে। বিটিসিএল এর সকল অঞ্চলের কর্মকর্তা- কর্মচারীদের সমন্বয়ে গঠিত ১০ টি দল দুইটি গ্রুপে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রতিটি দলের স্কোয়াড এ ১৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
শনিবার সকাল ৯:৩০ হতে শুরু হওয়া টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক (অ.দা.) প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের পর তিনি তাঁর বক্তব্যে জানান যে, দীর্ঘদিন পরে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক দারুণ উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে, যা একটি আনন্দমুখর কর্মপরিবেশ সৃষ্টির পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিটিসিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালকগণসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ট্রান্সমিশন টার্মিনেটরস বনাম হেডকোয়ার্টার হিরোস দলের মধ্যে উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী খেলায় ট্রান্সমিশন টার্মিনেটরস দলের মোঃ ইমরান হোসেনের ৭২ রান ও ২ উইকেটের অলরাউন্ড পারফরমেন্সে ৯৫ রানের জয় পায় দল।
পরবর্তী ম্যাচে মুখোমুখি হয় নর্থ নেমেসিস ও ইস্ট এক্সপ্রেস। নর্থ নেমেসিস দলের অলরাউন্ডার প্রকৌশলী রাসেল রানার অনবদ্য ৫১ রান ও ৪ উইকেটের উপর ভিত্তি করে ১১০ রানের জয় দিয়ে শুরু করেছে দলটি।
দিনের সর্বশেষ ম্যাচে জনাব ইকবাল হোসেন তুহিনের ব্যাটিং নৈপুণ্যে সাউথ সুপারস্টারের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে রেস্ট অফ বিটিসিএল রানারস দল।
টুর্নামেন্টে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচসমূহ অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। দুইটি গ্রুপের শীর্ষ দুইটি করে দল সেমিফাইনাল শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রি.।
টুনামেন্ট এর আয়োজক বিটিসিএল প্রকৌশলী পরিষদের সম্মানিত সভাপতি প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন এ টুনামেন্টকে কেন্দ্র করে বিটিসিএল এর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তাতে তিনি অবিভুত এবং ভবিষ্যতেও এ ধরনের অয়োজনে বিটিসিএল প্রকৌশলী পরিষদ সর্বদাই অগ্রনী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।