Search
Close this search box.

নিবন্ধন পাচ্ছে আরও ২৯ দেশি পর্যবেক্ষক সংস্থা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকায় আলোচিত-সমালোচিত ইলেকশন মনিটরিং ফোরাম নামক সংস্থাও রয়েছে।

এ সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকায় প্রথম ধাপে নিবন্ধন পায়নি। এবার সেটিকে নিবন্ধন দেওয়া হচ্ছে। এ নিয়ে দেশীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়াল ৯৬টি।

নতুন নিবন্ধন পাওয়া সংস্থাগুলো হচ্ছে- ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ); প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা; সোসাইটি ফর রুরাল বেসিক নীড় (স্রাবন); সার্ক মানবাধিকার ফাউন্ডেশন; ইলেকশন মনিটরিং ফোরাম; রুরাল ভিশন (আরভি); তরফসরতাজ শান্তি সংঘ (টিএসএস) বগুড়া; পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা); পাথওয়ে; এমপাওয়ারমেন্ট থুল অব দ্য কমন পিপল (এলকপ); জাগো ফাউন্ডেশন ট্রাস্ট; নাইস ফাউন্ডেশন; নারী উন্নয়ন সংস্থা; সুফিয়া হানিফ ফাউন্ডেশন; সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো); সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ) ও বিয়ান মনি সোসাইটি।

এ তালিকায় আরও আছে- অগ্রগতি সেবা সংস্থা (আসেস); আল-কোরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ; ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন; এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট); বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ); রাজারহাট স্বাবলম্বী সংস্থা; সংগতি সমাজ কল্যাণ সংস্থা; উদ্ভাবনী মহিলা সংস্থা; ভলান্টারি অর্গানাইজেশন ফর দ্য নীডি (ভন); দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি); সেলফ ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই); ও বেডো আর্থসামাজিক কেন্দ্র।

এ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে। সোমবার (৪ ডিসেম্বর) পর্যন্ত শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আবেদন করেছে বলে জানা গেছে। এর আগে ২১ নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। তখন কম সাড়া পাওয়ায় ওই সময় বাড়িয়ে দেয় কমিশন।

এছাড়া ৩৮টি দেশ ও সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারাও ভোট পর্যবেক্ষণ করতে চাইলে ১৫ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ