আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকায় আলোচিত-সমালোচিত ইলেকশন মনিটরিং ফোরাম নামক সংস্থাও রয়েছে।
এ সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকায় প্রথম ধাপে নিবন্ধন পায়নি। এবার সেটিকে নিবন্ধন দেওয়া হচ্ছে। এ নিয়ে দেশীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়াল ৯৬টি।
নতুন নিবন্ধন পাওয়া সংস্থাগুলো হচ্ছে- ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ); প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা; সোসাইটি ফর রুরাল বেসিক নীড় (স্রাবন); সার্ক মানবাধিকার ফাউন্ডেশন; ইলেকশন মনিটরিং ফোরাম; রুরাল ভিশন (আরভি); তরফসরতাজ শান্তি সংঘ (টিএসএস) বগুড়া; পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা); পাথওয়ে; এমপাওয়ারমেন্ট থুল অব দ্য কমন পিপল (এলকপ); জাগো ফাউন্ডেশন ট্রাস্ট; নাইস ফাউন্ডেশন; নারী উন্নয়ন সংস্থা; সুফিয়া হানিফ ফাউন্ডেশন; সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো); সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ) ও বিয়ান মনি সোসাইটি।
এ তালিকায় আরও আছে- অগ্রগতি সেবা সংস্থা (আসেস); আল-কোরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ; ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন; এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট); বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ); রাজারহাট স্বাবলম্বী সংস্থা; সংগতি সমাজ কল্যাণ সংস্থা; উদ্ভাবনী মহিলা সংস্থা; ভলান্টারি অর্গানাইজেশন ফর দ্য নীডি (ভন); দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি); সেলফ ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ (এসডিআই); ও বেডো আর্থসামাজিক কেন্দ্র।
এ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে। সোমবার (৪ ডিসেম্বর) পর্যন্ত শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আবেদন করেছে বলে জানা গেছে। এর আগে ২১ নভেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। তখন কম সাড়া পাওয়ায় ওই সময় বাড়িয়ে দেয় কমিশন।
এছাড়া ৩৮টি দেশ ও সংস্থার ১১৪ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারাও ভোট পর্যবেক্ষণ করতে চাইলে ১৫ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করতে হবে।