Search
Close this search box.

আ.লীগ কার্যালয়ে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল

যুক্তরাষ্ট্রের পাক নির্বাচন পর্যবেক্ষক দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে কার্যালয়ে পৌঁছালে প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লে.কর্নেল (অব) মোহাম্মদ ফারুক খান এমপি।

মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন, ইউএস ইনস্টিটিউট ফর পিস এর প্রতিনিধি জেফরি ম্যাগডোনাল্ড, ডেন মার্কি এবং ইশা গুপ্তা।এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. ইনাম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।উল্লেখ্য, সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন।মার্কিন যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসে। প্রতিনিধি দলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ