Search
Close this search box.

ভোটের প্রচারপত্রে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারপত্রে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৫ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান ইসির উপ-সচিব মো. আতিয়া রহমান।

এতে বলা হয়েছে, প্রচারপত্রে প্লাস্টিকজাত/পলিথিন ব্যবহারে বাধা: জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশ বান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনি কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো/নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত ‘Thermal Lamination film’ বা পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচার কাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের ব্যবস্থা নিতে হবে।

যদিও কুয়াশা ও বৃষ্টির পানিতে পোস্টার ভিজে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে কাগজের পোস্টারে পলিথিনে মুড়ে দিচ্ছেন প্রার্থীরা।

প্রসঙ্গত, সরকার ২০০২ সালে আইন করে পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে। আইনে পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাতকারীদের ১০ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ