Search
Close this search box.

নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৬

সংসদ নেতা, উপনেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপের নাম ঘোষণা করা হয়েছে। শপথ নিয়ে ফেলেছেন নতুন সংসদ সদস্যরাও। বাকি আছে নতুন মন্ত্রিসভা গঠন। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে বুধবার (১০ জানুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইতোমধ্যে মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে অনেকেই ফোন পেয়েছেন। এ তালিকায় রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, তাজুল ইসলাম, ডা. দীপু মনি, আনিসুল হক, আ ক ম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, ড. আব্দুর রাজ্জাক, মহিবুল হাসান চৌধুরী নওফেল (পূর্ণমন্ত্রী), ফরহাদ হোসেন (পূর্ণমন্ত্রী), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, ফারুক খান, নসরুল হামিদ বিপু, খালিদ মাহমুদ চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ