Search
Close this search box.

সারাদেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ স্বল্পমাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৬ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৯ কিলোমিটার।

আবহাওয়া অধিদফতর জানায়, এ ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল।

এর আগে. গত ২৮ এপ্রিল রাজশাহী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪.৪। গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ঢাকাসহ আশপাশ জেলায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। তারও আগ ২ ডিসেম্বর সকাল ৯টা ৩৬ মিনিটে ভূ-কম্পন অনুভূত হয় বাংলাদেশে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ