Search
Close this search box.

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের ব্যবসায়ী নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে ভারতের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর নেতৃবৃন্দ।

শুক্রবার ২১ জুন সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় একই হোটেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বিকেলে দিল্লি পৌঁছান শেখ হাসিনা। দেশটির নতুন সরকার গঠনের পর এটিই কোনো বিদেশি প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর।

এর আগে, আজ দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪ টায় ফ্লাইটি দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, গুরুত্বপূর্ণ এ দ্বিপক্ষীয় সফর উপলক্ষ্যে ২২ জুন পর্যন্ত ভারতে অবস্থান করবেন তিনি। সফরের সময় উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ