স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় চলতি বছর প্রায় ১২০ কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সরকার এরইমধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান হয়েছে। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দুতাবাস জানিয়েছে অনুদানের এই অর্থ আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, ডাব্লিউএফপি এবং ইউএনএফপিএ এর মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে রোহিঙ্গাদের দেয়া হবে। ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে প্রতি বছর দক্ষিণ কোরিয়া রোহিঙ্গাদের অন্তত ৪০ থেকে ৫০ কোটি টাকা মানবিক সহায়তা হিসেবে দিয়ে আসছে। সে হিসেবে এ বছর রোহিঙ্গাদের সহায়তায় দেশটি প্রায় তিনগুণ বেশি অনুদান সহায়তা দিচ্ছে।
এটাই হবে কোন একক বছরে রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সবচেয়ে বড় অনুদান। এছাড়াও রোহিঙ্গাদের জন্য ১৫ হাজার মেট্রিক টন চাল দিয়েছে কোরিয়া সরকার। এই চালে ১০ লাখ রোহিঙ্গা দেড় মাস চলতে পারবে। খাদ্য, শিক্ষাসহ রোহিঙ্গাদের বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার অনুদান সহায়তা ব্যবহৃত হয়ে থাকে। চলতি বছর অন্যান্য খাতের পাশাপাশি ইউএনএফপিএ এর মাধ্যমে রোহিঙ্গা নারী ও তরুণ-তরুণীদের ক্ষমতায়নের ক্ষেত্রে অর্থ সহায়তা ব্যবহার করা হবে। কোরিয়ান অর্থায়নের মাধ্যমে ক্ষমতায়নের খাতটি নতুন সংযোজন।
দূতাবাস আশা করে দক্ষিণ কোরিয়ার অনুদান সহায়তা রোহিঙ্গা সহায়তায় গঠিত জয়েন্ট রেসপন্স প্লান-২০২৪ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।