Search
Close this search box.

ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে ঢাকায় জাতিসংঘের তদন্ত দল

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার আন্দোলন দমাতে হত্যাকাণ্ডসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল। এরই মধ্যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করেছে প্রতিনিধি দল।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মাঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

বৈঠকের পর রোরি মাংগোভেন জানান, তদন্তের ধরন কেমন হবে সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে  এটি একটি অনুসন্ধানী সফর। কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।

সফরকালে সরকার, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলবে জাতিসংঘের প্রতিনিধি দলটি । রোরি মাঙ্গোভেনের জানান, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ