Search
Close this search box.

জাতীয় সংগীত পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন বলেছেন, জাতীয় সংগীত পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি করে এমন কোনো কাজ করবে না অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদেরও সম্পৃক্ত করা হবে। কেউ হামলার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেশে কিছু জায়গায় হিন্দুদের ওপর হামলার ঘটনায় খালিদ হোসেন বলেন, দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা হয়েছে। তবে সেগুলোর বেশির ভাগই রাজনৈতিক কারণে।

দেশের কিছু মাজারে হামলা নিয়ে আ ফ ম ড. খালিদ হোসেন বলেন, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, ক্রিমিনাল। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ