স্টাফ রিপোর্টার: দুই দফায় নিয়োগ পাওয়া ৫৯ জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জেলার ডিসিদের নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাছাই কমিটির বৈঠকে পর্যালোচনা করে আট জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি চারজন জেলা প্রশাসকের জেলা অলদবদল করা হয়েছে। এরমধ্যে লক্ষ্মীপুর, জয়পুরহাট, রাজশাহী, শরীয়তপুর, কুষ্টিয়া, দিনাজপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলার ডিসিদের অপসারণ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব জানান, ইতোমধ্যে টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়ে, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে। এছাড়া সাত মন্ত্রণালয় সচিববিহীন, দ্রুত এসব নিয়োগ দেয়া হবে।
উল্লেখ্য, গত ৯ ও ১০ সেপ্টেম্বর দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এরমধ্যে ৯ সেপ্টেম্বর ২৫ কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরদিন আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়। তবে ডিসি নিয়োগ নিয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উত্তপ্ত হয়ে উঠে সচিবালয়। পরে প্রশাসনে সুষম ও যোগ্যতার ভিত্তিতে পদবিন্যাসের দাবিতে কর্মসূচিও পালন করেন আওয়ামী লীগের শাসনামলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।