স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে সহায়তা দিতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করেছে সরকার। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ফাউন্ডেশনের নিবন্ধন সনদ দিয়েছে সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়।
একই সঙ্গে ২ বছরের জন্য সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদও অনুমোদন দেওয়া হয়েছে। পরিষদের সভাপতি করা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) ভাই মীর মাহবুবুর রহমানকে (স্নিগ্ধ)।
এছাড়া চারজন উপদেষ্টাও রয়েছেন কার্যনির্বাহী পরিষদে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতের সংখ্যা অন্তত ৬৩১ এবং আহত ১৯ হাজার ২০০ জনের বেশি। আন্দোলন শুরুর পর গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত হতাহতের এ তথ্য উঠে এসেছে।