Search
Close this search box.

সব জায়গায় স্বৈরাচারের দোষর, রাতারাতি পরিবর্তন সম্ভব না: সৈয়দা রিজওয়ানা

স্টাফ রিপোর্টার: স্বৈরাচারের দোষর যখন সব জায়গায় বিদ্যমান, রাতারাতি সব পরিবর্তন সম্ভব না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বেসরকারি গবেষণা সংস্থা সিজিএস সংলাপে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা বলেন, সংস্কার প্রস্তাব আসলেই সব পরিবর্তন হয়ে যাবে তা নয়, রাজনৈতিক মতৈক্যও জরুরি।

গণতন্ত্র পুনর্গঠনে সারাদেশজুড়ে ৫ মাসব্যাপী সংলাপের আয়োজন করেছে সিজিএস।

আগামী ৫ মাসে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিকভাবে এ সংলাপের আয়োজন করা হবে। এ সংলাপগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের সংলাপের অংশ হিসেবে ঢাকায় মোট ৮টি জাতীয় সংলাপ থাকবে। সংলাপের বিষয়বস্তুগুলো হচ্ছে সংবিধান, মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনের ভুক্তভোগীদের বিচার নিশ্চিতকরণ, বিচারব্যবস্থা, নাগরিক প্রশাসন, সাংবিধানিক সংস্থাসমূহ, আইন প্রয়োগকারী সংস্থাসহ গোয়েন্দা সংস্থাসমূহ, অর্থনৈতিক নীতিমালাসহ ব্যাংকিং খাত ও বৈদেশিক ঋণ এবং গণমাধ্যম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ