স্টাফ রিপোর্টার: হত্যা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা ও হত্যার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ (তেরখাদা-দিঘলিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।