Search
Close this search box.

নির্বাচন কমিশন গঠনে সৎ, যোগ্য ও দক্ষদের নাম অগ্রাধিকার পাবে: মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: সৎ, যোগ্য, দক্ষ  এবং নির্ভীক লোককে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি সুপারিশ করবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড.  শেখ আবদুর রশিদ।

রোববার (৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও পাঁচ নির্বাচন কমিশনার (ইসি) পদে প্রার্থী সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে। সচিবালয় থেকে বৈঠকে যাওয়ার আগে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ সার্চ কমিটি কর্মপদ্ধতি ঠিক করা হবে। অন্যান্য কাজ কিভাবে হবে সেটিও নির্ধারণ করা হবে। আইন অনুযায়ী সার্চ কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব বা সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে।

জানা যায়, আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি সুপ্রিম কোর্টে বৈঠকে বসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ