স্টাফ রিপোর্টার: রাজধানীতে ছিনতাই বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, রাজধানীতে সকালের দিকে ছিনতাই বেশি হচ্ছে।
রোববার (১৬ ডিসেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছিনতাই বেড়েছে সে কথা ঠিক, তবে ভোরবেলা ছিনতাই বেশি হচ্ছে। এ জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ছিনতাই দমন করা যায়।
সেই সঙ্গে আসন্ন বড়দিন ও বিজয় দিবস উপলক্ষে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা।