রাজধানীতে ৩৫ কেজি আতশবাজিসহ যুবক গ্রেফতার

রাজধানীর শাঁখারিবাজার এলাকা থেকে ৩৫ কেজি আতশবাজিসহ নয়ন চন্দ্র রায় (৩৬) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর শাঁখারিবাজার এলাকায় নয়ন চন্দ্র রায় নামে একব্যক্তির কাছে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য মজুত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ব্যাগ ও কাগজের বক্সে বিভিন্ন ধরনের ৩৫ কেজি আতশবাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এ ঘটনায় নয়ন চন্দ্র রায়কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার নয়নের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ