শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আগামীকাল সাত কলেজের স্নাতক শ্রেণির একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা আছে। সেটি স্থগিতের ঘোষণা দিতে হবে। তবে অধ্যক্ষ বিষয়টি তার এখতিয়ারে নয় বলে এসময় শিক্ষার্থীদের জানান।
এসময় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামান বলেন, জমি, আবাসন ও পরিবহন সংকট নিরসনের জন্য আগামী ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেয়া হবে। একইসাথে অভিজ্ঞ শিক্ষকদের পোস্টিং এর ব্যবস্থা করা হবে। ১৫০ জন নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থাও গ্রহণ করা হবে।