তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

সাত দফা দাবির ৬ দফা মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহার করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলেন আন্দোলন প্রত্যাহারের কথা জানায় তারা। এসময় মহাখালীতে প্রায় ৭ ঘণ্টা পর অবরোধ করা রেলপথও ছেড়ে দেয় তারা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন।

শিক্ষার্থীরা বলেন, আজকের আন্দোলনে অনেক পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আগামীকাল সাত কলেজের স্নাতক শ্রেণির একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা আছে। সেটি স্থগিতের ঘোষণা দিতে হবে। তবে অধ্যক্ষ বিষয়টি তার এখতিয়ারে নয় বলে এসময় শিক্ষার্থীদের জানান।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামান বলেন, জমি, আবাসন ও পরিবহন সংকট নিরসনের জন্য আগামী ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেয়া হবে। একইসাথে অভিজ্ঞ শিক্ষকদের পোস্টিং এর ব্যবস্থা করা হবে। ১৫০ জন নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থাও গ্রহণ করা হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ