দেশের বিভিন্ন প্রান্তে জ্বলছে আগুন, চলছে লুটপাট

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনের দুইতলার একটি কক্ষে এবং নিচতলার লনে এখনও আগুন জ্বলছে। সুধা সদনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। সেখানে আছে কিছু ছিন্নমূল মানুষ। তারা বাড়িটির পুড়ে যাওয়া আসবাবপত্র ও জিনিসপত্র সংগ্রহ করে বাসায় নিয়ে যাচ্ছেন।

মূল্যবান সামগ্রী লুটপাট হয়েছে সকাল থেকেই। বাদ যায়নি আলমারি, সোফা, খাটসহ বাথরুমের কমোডও। কিছু মানুষকে হাতুড়ি, শাবল নিয়ে জিনিসপত্র ভাঙতে দেখা যায়।

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন

ওবায়দুল কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ। ছবি- পথে-প্রান্তরে
 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, বাড়ির সামনে থাকা একটি পানির ট্যাংক ও পরিত্যক্ত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় একদল লোক। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে একদল লোক বাড়িতে আগুন দেয়। এ সময় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। আগুনে চারতলা বাসার অধিকাংশ কক্ষ পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ৪০০ থেকে ৪৫০ জন লোক একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে যায়। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সবগুলো কক্ষে ভাঙচুর চালানো হয়। এরপর ১২টার দিকে বাড়িতে আগুন দেয়। এ সময় পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ