পুলিশ নিয়ে পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের উসকানিমূলক বক্তব্যের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি।
আজ রবিবার ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রসচিব।
তিনি বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ যে বক্তব্য দিয়েছেন, পুলিশকে উসকানি দিচ্ছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত থাকবে তাদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন – সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ‘ডেভিল হান্ট অপারেশনের’ আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি।
নাসিমুল গণি বলেন, দেশের পরিস্থিতি অনেকেই অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হচ্ছে। এটা একটা পুলিশ অ্যাকশন।
যত দিন প্রয়োজন ডেভিল হান্ট চলবে বলেও জানান সচিব।
ডিআইজি-এসপি গ্রেপ্তারের বিষয়ে সচিব বলেন, একজন ডিআইজিসহ চারজন এসপি গ্রেপ্তার হয়েছে, এ রকম সামনে আরো গ্রেপ্তার করা হবে।