শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক

অবশেষে শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা, এতে চারটি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে পাশে অবস্থান নেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার পর থেকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে বলপ্রয়োগ শুরু করে।

এর আগে আজ (৯ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

বেলা দুইটার দিকে পুলিশ এসব আন্দোলনকারীর ওপর চড়াও হয়। তবে সেসময় পুলিশের লাঠিপেটার পরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ