বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, মঞ্চের প্রস্তুতি শেষ

গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়।

মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলতে দেখা গেছে। গতকাল সন্ধ্যা থেকে পুরোদমে কাজ শুরু হয়। এরপর শ্রমিকদের কাজ চলে গভীর রাত পর্যন্ত।

আজ সকালবেলায়ও ব্যস্ত সময় পার করছেন তারা।
এদিকে, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল সকাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে।

একইসাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
তরুণদের এই নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন। এর পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে নতুন দলটিতে প্রধান সমন্বয়ক পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকে দেওয়া হয়েছে যুগ্ম সমন্বয়ক পদের দায়িত্ব।

এ ছাড়া নতুন দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমকে মুখ্য সংগঠকের (উত্তর) দায়িত্ব দেওয়া হয়েছে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও দপ্তর সম্পাদক পদে সালেহ উদ্দিন সিফাতকে চূড়ান্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় বৈঠক শেষে নতুন দলের নাম ও কমিটির নেতৃত্বে কে কে থাকবেন সেসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে প্রতীক হিসেবে বৈঠকে জাতীয় মাছ ইলিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আর নতুন দলে শীর্ষ ৯ পদসহ ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গেছে।

নাগরিক কমিটির সূত্রে জানা যায়, আজ বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নাম ও শীর্ষ ৯ পদে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। বাকি ১৪২ পদে মনোনীত ব্যক্তিদের নাম পরে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিসহ অন্যান্য গণতান্ত্রিক সমমনা রাজনৈতিক দলকে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে সব শহীদের পরিবার, আহত ব্যক্তিদের, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ও সব শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দলের শীর্ষস্থানীয় নেতাদের ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ