ডিবি প্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিককে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে পদ থেকে অপসারণ করা হয়েছে।
গতকাল শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে বসুন্ধরার একটি বাসা থেকে আটক করে ডিবি সদস্যরা। পরদিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁকে আদালতে হাজির করে ৩০ দিনের জন্য বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো হয়।
তবে তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও এমন আটক ও আইনের বিতর্কিত প্রয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এই প্রেক্ষাপটেই রেজাউল করিমকে ডিবির প্রধানের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মেঘনা আলমকে যেভাবে আটক করা হয়েছে, তা আইনানুগ ছিল না।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রেজাউল করিম ডিবি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি সিআইডি-সহ পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।