শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহারের সিদ্ধান্ত সরকারের

বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত

বাংলাদেশি পাসপোর্টে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনরায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ এপ্রিল এই বিষয়ে অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে, যেখানে শর্তটি পুনর্বহাল করে পাসপোর্ট প্রস্তুত ও বিতরণের নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, আগে বাংলাদেশি পাসপোর্টে ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশ ভ্রমণের জন্য বৈধ, তবে ইসরায়েল ব্যতীত’—এই ধরনের নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ থাকত। ২০২১ সালে এই নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হলে তা নিয়ে দেশ-বিদেশে আলোচনা তৈরি হয় এবং সমালোচনার মুখে পড়ে সরকার।

সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও গণজাগরণের প্রেক্ষাপটে বিষয়টি আবারও গুরুত্ব পায়। বিভিন্ন মহল থেকে এই শর্ত পুনর্বহালের দাবি ওঠে।

সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী বলে মনে করছেন এবং এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নীতিগত অবস্থান আরও স্পষ্ট হবে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ