রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শান্তি ও সৌন্দর্যের বার্তা নিয়ে আবার এলো বৈশাখ

শান্তি ও সৌন্দর্যের বার্তা নিয়ে আবার এলো বৈশাখ

বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে শান্তি ও সৌন্দর্যের বার্তা নিয়ে বাংলা নববর্ষ। আজ পহেলা বৈশাখ। কঠিন সময় পেরিয়ে নতুন আশায়, নতুন উদ্যমে জেগে ওঠার প্রেরণায় আজ সকালে ছায়ানটের শিল্পীরা রমনার বটমূলে সুরে সুরে নববর্ষকে বরণ করে নেবেন। এ উপলক্ষে গতকাল বিকেলে সেখানে মহড়ায় অংশ নেন তারা।

১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন আজ সোমবার সূর্যোদয়ের সঙ্গে শুরু হয়েছে। নানা আয়োজন আর উল্লাসে দেশবাসী উদযাপন করছে নতুন বছরকে স্বাগত জানানোর এই দিনটি।

নববর্ষ ঘিরে আয়োজন থাকবে বর্ণিল শোভাযাত্রা, লোকজ মেলা, এবং সঙ্গীত পরিবেশনা। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি বাণী দিয়েছেন, যেখানে তিনি বলেছেন—পুরনো বছরের সব গ্লানি আর কষ্ট ভুলে নতুন উদ্যমে এগিয়ে চলার সময় এখন। তিনি উল্লেখ করেন, চব্বিশের গণ-আন্দোলন বাংলাদেশকে বৈষম্যহীন সমাজ গঠনের সম্ভাবনা এনে দিয়েছে।

এবার পাহাড় ও সমতলের সব জাতিগোষ্ঠী একসঙ্গে অংশ নিচ্ছে বৈশাখী উৎসবে। পাহাড়ে বর্ষবিদায়ের আমেজ শুরু হয়ে গেছে আগেই, আর রাজধানীতেও চৈত্রসংক্রান্তিকে ঘিরে নানা আয়োজন ছিল গতকাল। সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবিদায় উপলক্ষে কনসার্টে অংশ নেয় বিভিন্ন ব্যান্ডদল।

আজ ভোর থেকেই দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মানুষ নিজ নিজ জায়গা থেকে নববর্ষ উদযাপন করছে। তবে, জাটকা সংরক্ষণ সপ্তাহ হওয়ায় এ বছর পান্তা-ইলিশ খাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ছায়ানটের রমনার বটমূলে বর্ষবরণ

প্রতিবারের মতো এবারও ছায়ানট রমনার বটমূলে আয়োজন করেছে বর্ষবরণের অনুষ্ঠান। এবারের আয়োজনের থিম—আলোকিত পথের যাত্রী হওয়া। ভোর সোয়া ৬টায় রাগ ভৈরবীতে শুরু হবে এই আয়োজন। গান হবে প্রকৃতি, ভালোবাসা, দেশপ্রেম এবং মানবিক চেতনা নিয়ে। প্রথমবারের মতো এই আয়োজন সন্জীদা খাতুনকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। প্রায় দেড় শতাধিক শিল্পী এতে অংশ নিচ্ছেন।

চারুকলার আনন্দ শোভাযাত্রা

চারুকলা অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষবরণের প্রধান শোভাযাত্রা, যার নতুন নাম ‘নববর্ষের আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠীর ৪৬৪ জন নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেবেন। থাকবে রঙিন রিকশা ও ঘোড়ার গাড়ি।
সকাল ৯টায় চারুকলা থেকে শুরু হয়ে শোভাযাত্রা শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হবে। এবারের প্রতিপাদ্য—‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

বাংলা একাডেমির বৈশাখী মেলা

আজ সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন হবে বৈশাখী মেলার, যা চলবে ৭ বৈশাখ পর্যন্ত। বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে নজরুল মঞ্চে সঙ্গীত, বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। একাডেমির বইয়ের স্টলগুলোতেও থাকবে ছাড়।

শিল্পকলা একাডেমি ও অন্যান্য আয়োজন

শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মানিক মিয়া এভিনিউতে বিকেলে হবে ‘ব্যান্ড শো’, যেখানে চীনা শিল্পীদের সহায়তায় প্রদর্শিত হবে ‘ড্রোন শো’।
সুরের ধারা আয়োজন করছে ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠান, যা হবে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে। চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
এছাড়াও গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে গুলশান সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নববর্ষের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ