শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘ ১৫ বছর পর আলোচনার টেবিলে বাংলাদেশ-পাকিস্তান

দীর্ঘ ১৫ বছর পর আলোচনার টেবিলে বাংলাদেশ-পাকিস্তান

দীর্ঘ ১৫ বছর পর আবারও বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হবে পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা—এফওসি (Foreign Office Consultation)। বৈঠকটি হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তান পক্ষের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ, যিনি বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৈঠক শেষে পাকিস্তানি পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তানের সর্বশেষ এফওসি বৈঠক হয়েছিল ২০১০ সালে। প্রায় দেড় দশকের বিরতি শেষে এবার পুনরায় দুই দেশ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

এছাড়াও জানা গেছে, চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটাই হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ